রাঙামাটিতে বেপরোয়া বাসের আঘাতে যাত্রীবাহী সিএনজি তছনছ, নিহত ২, আহত ৪
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৪ নভেম্বর ২০২৩

রাঙামাটিতে বেপরোয়া গতির একটি বাসের আঘাতে যাত্রীবাহী সিএনজি (অটোরিক্সা) তছনছ হয়ে ২ জন নিহত ও আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় বাসের আঘাতে আগুন ধরে সিএনজিটি পুড়ে তছনছ হয়ে যায়। আহতদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (৪ নভেম্বর ২০২৩) দুপুরে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পরিমলা চাকমা ও গুরিমিলা চাকমা। আর আহতরা হলেন -সিএনজি চালক পিন্টু চাকমা, রিপন চাকমা, রিকন চাকমা ও পরি চাকমা। হতাহতরা সাপছড়ির যৌথ খামার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, আজ বেলা ২টার দিকে মানিকছড়ির দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজি রাঙামাটি শহরে প্রবেশ করে। কিন্তু ভেদভেদী বাজারের মুখে সড়কের পাশে সংস্কার কাজের ঢালাই মেরামত করার কাজ চলায় সিএনজিটি (রাঙামাটি থ-৭৬৫) সামনে এগোতে না পেরে সড়কের এক পাশে দাঁড়িয়েছিলো। এসময় চট্টগ্রাম থেকে আসা রাঙামাটি-চট্টগ্রাম যাত্রী পরিবহনকারি ‘খাজা গরীবে নেওয়াজ’ নামের বাসটি (চট্টমেট্রো-জ-১১-০০১৮) পিছন থেকে সজোরে সিএনজিটিকে আঘাত করে কিছুদূর ঠেলে নিয়ে যায়। এতে আগুন ধরে গিয়ে সিএনজিটি তছনছ হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পরিমিলা চাকমা ও গুরিমালা চাকমা নামের দুজন। এতে আরো রিপন চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও পরী চাকমা নামে ৪ জন গুরুতর আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে রাঙামটি সদর হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর বাকী ১ জনকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার সাথে সাথে বাসের চালক মো. আবছার ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
অপরদিকে, ঘটনার আগে মানিকছড়িতে সিএনজি চালক ও বাস চালকের মধ্যে কথা কাটাকাটি হয় বলে কেউ কেউ তথ্য দিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঘটনার সিসিটিভি ফুটেজের দৃশ্যে বাসটি যেভাবে সিএনজিকে আঘাত করতে দেখা গেছে তাতে ঘটনাটি পরিকল্পিত বলে অনেকে ধারণা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন