রাঙামাটিতে মাইকেল চাকমা’র সন্ধান ও বিনা বিচারে হত্যা-গুম বন্ধের দাবিতে বিক্ষোভ

0

রাঙামাটি প্রতিনিধি।। রাষ্ট্রীয় গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা’র সন্ধান, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেওয়া, পাহাড়-সমতলে বিনা বিচারে হত্যা-গুম বন্ধ করা এবং রমেল ও সৌরভ চাকমা হত্যায় জড়িত সেনা সদস্যদের গ্রেফতার-বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ ও তার সহযোগি সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম,হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ শনিবার (০৯ এপ্রিল ২০২২) বেলা ২ টার সময় রাঙামাটি সদর উপজেলা এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ-এর সংগঠক জয়েন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা প্রতিনিধি নিশি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা সদস্যা মেঘা চাকমা।

বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের অধিকারের আন্দোলন দমনের লক্ষ্যে আন্দোলনে নেতৃত্বদানকারী ইউপিডিএফ’র নেতা-কর্মীদের উপর নিষ্ঠুর দমন-পীড়নের আশ্রয় নিয়েছে। যার কারণে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমাকে গুম করা হয়েছে, একের পর এক নেতা-কর্মীকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে, প্রতিনিয়ত নেতা-কর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হচ্ছে। সর্বশেষ গত ১৫ মার্চ দীঘিনালায় ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা সৌরভকে সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।

বক্তারা মাইকেল চাকমার সন্ধান ও তাকে সুস্থভাবে ফিরিয়ে দেয়ার দাবি করে করেন। তারা বলেন, মাইকেল চাকমা কোন অন্যায় করেননি। তিনি জুম্ম জনগণের জন্য ন্যায্য অধিকার চেয়েছেন। তাকে গুম করে রেখে মুক্তিকামী জুম্ম জনগণের আন্দোলন কখনো স্তব্দ করা যাবে না।

বক্তারা গতকাল রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের গুইছড়ি থেকে সেনা-মুখোশ কর্তৃক ২জন নারীসহ ৬জন গ্রামবাসীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরে বলেন, সেনাবাহিনী সাধারণ নিরীহ জনগণের ওপর সন্ত্রাস চালাচ্ছে। নারীরাও তাদের সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছে না। তারা অবিলম্বে উক্ত ৬ গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।  

বক্তারা শাসকগোষ্ঠির অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র, যুব সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাইকেল চাকমার সন্ধান ও তাকে সুস্থ শরীরে  দেওয়া, বিচার বহির্ভুত সকল হত্যা ও গুম বন্ধ করা, সৌরভ ও রমেল চাকমাকে হত্যায় জড়িত সেনা সদস্যদের গ্রেফতারপুর্বক বিচার এবং পাহাড় থেকে সেনা শাসন তুলে নিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More