রাঙামাটিতে শপথ গ্রহণের পর চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি ।। রাঙামাটিতে শপথ গ্রহণের পরপরই আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) বেলা ২টার সময় নব নির্বাচিত চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।
গ্রেফতারকৃরা হলেন- নান্যাচর উপজেলার সাবেক্ষ্যঙ ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অমল কান্তি চাকমা এবং রাঙামাট সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কানন চাকমা।
গত ২৬ ডিসেম্বর ২০২১ চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছিলেন।
আজ মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। তারা সেখান উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষ হওয়ার পরপরই বেলা ২টার সময় সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
তাদেরকে নান্যাচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার ঘটনায় দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন