রাঙামাটিতে সেনাবাহিনীর টহল অভিযানকালে এক পাহাড়ি নারী শিশুকে যৌন হয়রানির অভিযোগ

রাঙামাটি ।। রাঙামাটির সদর উপজেলাধীন বালুখালি ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর টহল অভিযানকালে জনৈক সেনা সদস্য কর্তৃক এক পাহাড়ি নারী শিশু (১৩) যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি ৭ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২১ জুরাছড়ি উপজেলার জুরাছড়ি সেনা জোনের অধীন কুকী পাড়া সেনা ক্যাম্পের ২৪ জনের একটি সেনা দল বালুখালি ইউনিয়নের বাদলছড়ি, দুত্তাং, কাইন্দ্যা, এগুজ্যাছড়ি ইত্যাদি এলাকায় টহল অভিযান পরিচালনা করে। এদিন দুপুরে সেনা দলটি বালুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সঞ্চয় চাকমার বাড়ির পার্শ্বে দোকান ঘরে বিশ্রাম নেয়ার পর বিকাল ৩ টার দিকে সেখান থেকে তারা বাদল হাট ছড়া, সাগর বান্দা এলাকায় চলে যায় এবং তৎসংলগ্ন এলাকায় রাতযাপন করে।
পরদিন ১০ জুলাই ২০২১ বিকেলের দিকে উক্ত সেনাদলটি সাগর বান্দা এলাকায় এক যুদ্ধের মহড়া পরিচালনা করে। এ সময় জনৈক সেনা সদস্য কর্তৃক নিজেদের বাড়িতে ১৩ বছর বয়সী ওই নারী শিশুটিকে যৌন হয়রানি করা হয় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন।
এই ঘটনার পরপরই সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে সেনাদলটি সেখান থেকে চলে যায় বলে স্থানীয়রা জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।