রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার পক্ষে নির্বাচনী প্রচারকারীদের হুমকির অভিযোগ

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা’র পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত লোকজনকে বাধা ও হুমকি প্রদানের অভিযোগ উঠছে জেএসএস সন্তু গ্রুপের বিরুদ্ধে।

জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরের সময় জেএসএস সন্তু গ্রুপের একদল লোক স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ছোট ভাই পিটম চাকমাকে রাঙামাটি সদরের রাঙাপানি গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তার ভাইয়ের পক্ষে প্রচারণা না চালাতে হুমকি প্রদান করেছে।

এ ঘটনায় পহেল চাকমার তার ফেসবুকে দেয়া এক পোস্টে লেখেন, “দুঃখজনক ব্যাপার, আমার আপন ছোট ভাইকেও বলে দেওয়া হল আমাকে প্রচারণার কাজে সহায়তা না করার জন্য।”

তার এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন কমেন্ট করে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে হুমকি-ধমকি মোকাবেলা করে সাহসের সাথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তাকে।

অন্যদিকে, পহেল চাকমার ছোট ভাই পিটম চাকমাও তার ফেসবুকে পহেল চাকমার একটি নির্বাচনী প্রচারপত্র দিয়ে লেখেন “পহেল চাকমা আমার বড় ভাইয়ের হয়ে শেষ অন-লাইন প্রচারণা পোস্ট করলাম। আপনারা নিজ গুণে বুঝে নিবেন। সকলের সুস্বাস্থ্যের কামনা রইল।”

এছাড়া গত ২৬ জানুয়ারি পহেল চাকমার প্রতি সমর্থন জানিয়ে ও তাকে ভালোবেসে বরকল উপজেলার আইমাছড়া গ্রাম থেকে সুমন জ্যোতি চাকমা নামে এক কৃষক তাকে(পহেল চাকমাকে) সামান্য পরিমাণ আর্থিক সহায়তা দেন। এরই জেরে গত রাতে সন্তু গ্রুপের সশস্ত্র লোকজন সুমন জ্যোতি চাকমাকে অস্ত্র তাক করে পহেল চাকমাকে সহযোগিতা না করতে হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক রাঙামাটি সরকারি কলেজের একজন শিক্ষার্থী এ প্রতিবেদককে বলেন, “পহেল দা’র পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য আমি বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিলাম। কিন্তু জেএসএস পিসিপি’র লোকজন প্রচারণায় গেলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেছে।”

খোঁজ নিয়ে আরো জানা গেছে, জেএসএস সন্তু গ্রুপের লোকেরা রাঙামাটি সদর, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায়ও পহেল চাকমার সমর্থকদেরকে তার পক্ষে প্রচারণায় অংশগ্রহণে বাধা প্রদান করছে।  

অপরদিকে, বরকল উপজেলায় সন্তু গ্রুপের সশস্ত্র লোকজন ও তাদের পিসিপি কর্মীরা উপজেলার বিভিন্ন গ্রামে মিটিং করে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।   

এ বিষয়ে বরকলের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কেন ধানের শীষে ভোট দেব? রাঙামাটি, খাগড়াছড়িতে সেনা-সেটলার কর্তৃক পাহাড়িদের উপর হামলা-হত্যাকাণ্ডের সময় দীপেন দেওয়ান কোথায় ছিলেন? বিএনপি কোথায় ছিল? বলতে গেলে বিএনপি কর্মীরাই তো এসব হামলায় জড়িত ছিল। তাহলে কীভাবে আমরা বিএনপিকে ভোট দিতে পারি?

উল্লেখ্য, গত ১৭ জানুয়রি রাতে পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়েছিল সন্তু গ্রুপের লোকজন। এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। যদিও জিডিতে তিনি কারোর নাম উল্লেখ করেননি।

তবে নানা হুমকির মুখেও তিনি ফুটবল প্রতীক নিয়ে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More