রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের সংবাদ সম্মেলন : কল্পনা চাকমা অপরহণের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি
কুদুকছড়ি : হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। আজ ১৫ জানুয়ারি মঙ্গলবার রাঙামাটির কুদুকছড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনের নেতারা এ দাবি জানান।লিখিত বক্তব্যে কণিকা দেওয়ান কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশবাসীর দাবি কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। কিন্তু ঘটনার প্রত্যদর্শীদের দ্বারা অপহরণকারীদের তিন জন সনাক্ত হওয়া সত্বেও বিগত ১৬ বছরেও তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়নি। বরং তদন্তের নামে দোষী ব্যক্তিদের রার চেষ্টা করা হয়েছে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্ত্বে তদন্ত কমিশনের প্রতিবেদন, বাঘাইছড়ি থানা পুলিশ ও সর্বশেষ সিআইডির চূড়ান্ত রিপোর্ট পপাতদুষ্ট, একপেশে ও অসঙ্গতিপূর্ণ। অপহরণ ঘটনার সাথে লেফটেন্যান্ট ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদের জড়িত থাকার পে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও স্যা থাকার পরও এসব রিপোর্টে তাদের কাউকে অভিযুক্ত করা হয়নি। এ কারণে হিল উইমেন্স ফেডারেশনসহ পার্বত্য চট্টগ্রামের জনগণ, দেশের সচেতন, প্রগতিশীল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ওই তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপহরণকারীদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে।

