রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ শুরু
রাঙামাটি : বিলাইছড়িতে মারমা সম্প্রদায়ের দু’বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়নের মেডিকেল পরীক্ষা রিপোর্ট প্রকাশপূর্বক ঘটনায় জড়িত সেনা জওয়ানদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা দাবিতে আজ ১০ ফেব্রুয়ারি শনিবার ইউপিডিএফভুক্ত হিল উইমেন্স ফেডারেশনের ডাকা রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এ অবরোধের সমর্থন জানিয়েছে।
তবে রাঙামাটি শহর এলাকা অবরোধ আওতামুক্ত রাখা হয়েছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।