রাঙামাটির কাউখালীতে ঘরবাড়িতে সেনাবাহিনীর তল্লাশি-লুটপটের প্রতিবাদে সাজেকে তাৎক্ষণিক বিক্ষোভ

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৭ মার্চ ২০২৫

রাঙামাটির কাউখালীতে মুখোশ দুর্বৃত্তদের সাথে নিয়ে গ্রামবাসীদের ঘরবাড়িতে সেনাবাহিনীর তল্লাশি-লুটপাটের ঘটনার প্রতিবাদে সাজেকে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ মার্চ ২০২৫), বিকাল ৪টার সময় সাজেকের উজোবাজারে তাৎক্ষণিক মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি ভবান্তর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি পলেন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি বীর চাকমা ইউপিডিএফ সংগঠক কমন চাকমা।

পিসিপি নেতা পলেন চাকমা বলেন, পাহাড়ে অরাজক পরিস্থিতি জিইয়ে রেখে সেনাবাহিনী তাদের স্বার্থ হাসিল করতে চায়। এরই অংশ হিসেবে তারা নানা নাটক সাজিয়ে পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড়, হয়রানিমূলক তল্লাশি, লুটপাট ও আগ্রসন অব্যাহত রেখেছে। আজকে কাউখালিতে নব্যমুখোশ সন্ত্রাসীদের সাথে নিয়ে সেনাবাহিনী ঘরবাড়িতে তল্লাশির নামে যে লুটপাটের ঘটনা ঘটিয়েছে তা দেশের জন্য লজ্জার। সেনাবাহিনী প্রমোশন বাণিজ্যের অংশ হিসেবে নানা নাটক সাজিয়ে মানুষকে বোকা বানিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়।

তিনি আরো বলেন, সেনাবাহিনী যতই নব্যমুখোশদের মদদ দিয়ে জুলুম-নির্যাতন চালাক না কেন তার বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে যাবে। গতবছর বাঘাইহাট জোনের পাশে আশ্রয় নেওয়া নব্যমুখোশদের বিরুদ্ধে জনগণ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, আজকেও কাউখালীর জনগণকে সেনাবাহিনীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেখেছি। এভাবে অন্যায়ের বিরুদ্ধে গণপ্রতিরোধের মাধ্যমেই আমাাদের অধিকারের আন্দোলন বেগবান করতে হবে।

যুব নেতা বীর চাকমা বলেন, কাউখালিতে সেনাবাহিনীর অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকে জনগণের যে প্রতিরোধ তা সাজেক জনতার প্রতিরোধেরই প্রতিফলন। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণকে এভাবে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের শক্তিকে রোধ করার কোন অপশক্তির সাধ্য নেই।

ইউপিডিএফ সংগঠক কমন চাকমা বলেন, পাহাড়ে যতই অন্যায়-অবিচার সংঘটিত হবে জনগণ ততই প্রতিবাদ-প্রতিরোধে সামিল হবে। সেনাবাহিনীর অন্যায়ের বিরুদ্ধে কাউখালীর জনতা আজ তা দেখিয়ে দিয়েছেন। তিনি অধিকার অর্জন না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম ও প্রতিবাদ-প্রতিরোধে সোচ্চার থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More