রাঙামাটির কাউখালীতে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির কাউখালী উপলোর ছোটডলু এলাকায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুল ছাত্রীকে(১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মেয়েটির সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে নাইল্যাছড়ি গ্রামের মো: সুমন (১৭) একই গ্রামের তার দুই সহপাঠী আজিজুল হকের ছেলে মো: সাইফুল (১৮) ও মো: রফিক সওদাগরের ছেলে মো: সুজন (২০)-কে সাথে নিয়ে বিঝু উপলক্ষে ওই স্কুলছাত্রীর বাড়িতে বেড়াতে যায়। এময় মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে তারা তিনজন মিলে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরে আশে-পাশের লোকজন ঘটনাটি জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের হেফাজতে নিয়ে যায়। এ ঘটনার পর রাতে অভিযুক্ত বাঙালি ছেলেদের অভিভাবকরা আপোষ-মীমাংসার চেষ্টা চালায়। তবে রাত বেশি হওয়ায় সেটা হয়নি। এদিকে, মেয়েটিকে আজ সোমবার কাউখালী থানায় নেয়া হলে থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ না করে আপোষের মাধ্যমে মীমাংসা করার জন্য পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত কাউকে পুলিশ এখনো গ্রেফতার করেনি।