রাঙামাটির কাউখালী থেকে ফেরার পথে দীঘিনালায় ৫ ছাত্রীকে অপহরণের অভিযোগ

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ মার্চ ২০২৫
রাঙামাটির কাউখালীতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালী উপজেলা শাখার সম্মেলন থেকে ফেরার পথে দীঘিনালায় ৫ জন ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১৯ মার্চ ২০২৫) রাত ৭:৪৫ টার এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
অপহৃত ছাত্রীরা হলেন- পূর্ণিমা চাকমা, সোনালি চাকমা, বিবর্ষী চাকমা, এলিনা চাকমা ও সুইটি চাকমা। তারা সবাই কলেজ ও স্কুল পড়ুয়া। এর মধ্যে সুইটি চাকমার বাড়ি বাবুছড়া ইউনিয়নের বেলতলীতে এবং বাকী চার জনের বাড়ি দীঘিনালা ইউনিয়নের বানছড়ায়।
সেনা মদদপুষ্ট নব্যমুখোশরা তাদেরকে অপহরণ করেছে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।
অপহৃত ছাত্রীরা হলেন- পূর্ণিমা চাকমা, সোনালি চাকমা, বিবর্ষী চাকমা, এলিনা চাকমা ও সুইটি চাকমা। তারা সবাই কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রী। এর মধ্যে সুইটি চাকমার বাড়ি বাবুছড়া ইউনিয়নের বেলতলীতে এবং বাকী চার জনের বাড়ি দীঘিনালা ইউনিয়নের বানছড়ায়।
জানা গেছে, আজ রাঙামাটির কাউখালিতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালী উপাজেলা শাখার সম্মেলন আয়োজন করা হয়। উক্ত ৫ জন ছাত্রী সেখাানে অংশগ্রহণ করেছিলেন। সম্মেলন শেষে তারা কাউখালী থেকে বাড়ি ফেরার পথে দীঘিনালার জামতলী ব্রিজ এলাকায় মুখোশরা তাদেরকে আটকায়। এরপর সেখান থেকে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানা যায়নি।
——-
নোট: প্রথমে দীঘিনালা স্টেশনের লারমা স্কোয়ারের চৌমুহনী থেকে অপহরণের তথ্য পাওয়া গেলেও পরে তা সঠিক নয় বলে জানা যায়। তাই পূর্বে প্রকাশিত রিপোর্টটি সংশোধন করা হয়েছে। এই অনাকাঙ্খিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।