রাঙামাটির কুদুকছড়িতে ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটি প্রতিনিধি ।। রাঙামাটির কুদুকছড়িতে আজ ২৬ ডিসেম্বর ২০২১ ইউপিডিএফের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকালে শুরুতে “আমরা করবো জয়” গানের মাধ্যমে ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলন করে সম্মান জানানো হয়।
এরপর যাবতকালে অধিকার আদায়ের আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে অনুষ্ঠিত সভায় ইউপিডিএফ’র রাঙামাটি সদর উপজেলার সমন্বয়ক সচল চাকমার সভাপতিত্বে ও জয়েন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জিদং চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি উর্নিশি চাকমা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে পুর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন