রাঙামাটির কুদুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের আলোচনা সভা
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে “শাসকগোষ্ঠীর সেবাদাস তৈরির উপনিবেশিক শিক্ষা এবং জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর ২০২৩) বেলা ২টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিপির রাঙামাটি জেলা সভাপতি রিপন চাকমা ও সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক আনন্দ চাকমা। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সদস্য নিকা চাকমা ও পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সদস্য সূচনা চাকমা।
সভা শুরুতে অধিকার আদায়ের লক্ষ্যে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা শিক্ষা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা ইতিহাস রচনা করেছেন। শিক্ষা বেসরকারীকরণ, টাকা যার শিক্ষা তার পাকিস্তান সরকারের এ রকম শিক্ষানীতির বিরুদ্ধে সেদিন রক্তের বিনিময়ে ছাত্র সমাজ শিক্ষার অধিকার ছিনিয়ে এনেছিলেন।
তারা আরো বলেন, বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা বিরাজ করছে। নানা অনিয়ম, দুর্নীতিসহ সরকারি দলের ছাত্র সংগঠনের দুর্বৃত্তায়ন ও দলীয়করণের মাধ্যমে দেশের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শাসকগোষ্ঠি নগ্ন হস্তক্ষেপ করছে। ফলে শিক্ষার্থীরা এক প্রকার জিম্মি হয়ে পড়েছে।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা আরো নাজুক উল্লেখ করে বক্তারা বলেন, সরকার পার্বত্য জেলা পরিষদকে দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ-দুর্নীতির মাধ্যমে অদক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রামের স্কুল, কলেজগুলোতে সেনা-গোয়েন্দা নজরদারি জারি রাখার ফলে শিক্ষার্থীদের মত প্রকাশ ও স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
তারা বলেন, শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচার ও দমন-পীড়নের ফলে জাতির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। তাই ছাত্র সমাজকে শিক্ষার অধিকার সহ ন্যুনতম বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে জাতির অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলনে ভূমিকা পালন করতে হবে। কারণ ছাত্র সমাজই হচ্ছে জাতির ভবিষ্যত। জাতিকে রক্ষার জন্য ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
আলোচনা সভা থেকে বক্তারা অবিলম্বে সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চালু এবং পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫ দফা পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন