রাঙামাটির কুদুকছড়িতে শহীদ রমেল চাকমার স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শহীদ রমেল চাকমার ৮ম মৃত্যুবার্ষিকীতে রাঙামাটির কুদুকছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাঙামাটি জেলা শাখা।
আজ শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বিকাল ৫টার সময় আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মী, শিশু-কিশোরসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি তনুময় চাকমার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, ২০১৭ সালে আজকের এই দিনে সেনাবাহিনীর নির্যাতনে শহীদ হয়েছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নান্যাচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমা। যারা ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজ ও জাতির অস্তিত্ব রক্ষার্থে নিজের জীবনকে ত্যাগ করতে দ্বিধাবোধ করেন না তারাই প্রকৃত বীর। রমেল চাকমাকে হত্যা করতে পারলেও তার চেতনাকে হত্যা করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, রমেল চাকমার হত্যার আট বছর অতিবাহিত হলেও দোষীদের এখনো গ্রেফতার না করে বরং হত্যাকারী মেজর তানভীরকে প্রমোশন দেওয়া হয়েছে।
তিনি অবিলম্বে হত্যাকারী মেজর তানভীরসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।