রাঙামাটির চাকমা রাজবাড়ি আগুনে পুড়ে ছাই

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

Rajbariরাঙামাটিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চাকমা রাজবাড়ি। গতকাল বুধবার ১০ নভেম্বর ২০১০ সন্ধ্যায় রাজবাড়িতে আগুন লাগে। এ সময় ৩ জন কেয়ারটেকার ছাড়া রাজ পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। চাকমা রাজা দেবাশীষ রায় দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। এম.এন নারায়ণ লারমার ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনসংহতি সমিতি (জেএসএস)-এর উত্তোলিত একটি ফানুস রাজবাড়ির ছাদে গিয়ে পড়লে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে রাজবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফলে রাজবাড়ির প্রাচীন নিদর্শনসহ গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে শেষ হয়ে যায়।

১৯৬০ সালের কাপ্তাই বাঁধের ফলে পুরাতন রাজবাড়ি কাপ্তাই হ্রদে তলিয়ে যাওয়ার পর রাঙামাটির কাপ্তাই হ্রদ ঘেরা একটি দ্বীপসদৃশ পাহাড়ের উপর নতুন রাজবাড়ি স্থাপন করা হয়। বর্তমানে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় তার পরিবার-পরিজন নিয়ে এ বাড়িতে অবস্থান করে আসছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More