রাঙামাটির সাপছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক এক ইউপিডিএফ সদস্যকে হত্যা

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৬ মার্চ ২০২৫
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামার পাড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে।
আজ রবিবার (১৬ মার্চ ২০২৫) সকাল ৯টার সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যার শিকার ইউপিডিএফ সদস্যের নাম নির্মল খীসা (৩২)। তিনি নান্যাচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
জানা যায়, আজ সকালে রূপায়ন চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ৬/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খামার পাড়ায় এসে তৌমিদুং সড়কে আগে থেকে ওঁঁৎ পেতে ছিল। সকাল ৯টার সময় ইউপিডিএফ’র তিন সদস্য সাংগঠনিক কাজে বের হলে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এতে দু’জন কোন রকমে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হলেও সন্ত্রাসীদের গুলিতে নির্মল খীসা ঘটনাস্থলে নিহত হন।
হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।