রাঙামাটি কারা ফটক থেকে পিসিপি নেতা রুপায়ন চাকমাকে পুনরায় গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

রাঙামাটি প্রতিনিধি।। রাঙামাটি কারা ফটক থেকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র সাজেক থানা শাখার সভাপতি রুপায়ন চাকমাকে পুনরায় আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিসিপি’র রাঙ্গামাটি জেলা শাখা। আজ বুধবার, ২৩ মার্চ ২০২২ পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা ও সাধারণ সম্পাদক তনুময় চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, গত ১৫ জুন ২০২১ সেনাবাহিনী কর্তৃক খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি পক্ষীমুড়োতে বাড়িঘর ভাঙচুর ঘটনার প্রতিবাদে সাজেক মাচালং বাজারে বিক্ষোভ মিছিল থেকে অন্যায়ভাবে আটক করা হয়। পরে তার নামে একাধিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে রাঙামাটি কারাগারে প্রেরণ করে। সকল মামলায় আইনি লড়াই করে গত ২০ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হলে গত ১৯ মার্চ ২০২২ রাঙ্গামাটি কারাগার থেকে বের হওয়া সময় কারা ফটক থেকে পুনরায় আটক করে নিয়ে চার দিন রাঙামাটি ব্রিগেডে আটকিয়ে রাখার পর আজ বুধবার ২৩ মার্চ ২০২২ সকালে নতুন মামলায় এজাহার জিআর-১৪০/২১ দিয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় অভিযোগ করে নেতৃদ্বয় আরো বলেন, কারা ফটক থেকে জামিনে মুক্ত নেতাকর্মীদের সেনাবাহিনী কর্তৃক পুনরায় গ্রেফতার করা আইনের চরম লঙ্ঘন । অথচ আইনের প্রতি তাদের শ্রদ্ধাশীল থাকার কথা।
নেতৃদ্বয় অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক রাজনৈতিক নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে অন্যায়ভাবে ধরপাকড়, কারা ফটক থেকে গ্রেফতার, বিচার বহির্ভূত হত্যাকান্ড, নারী নির্যাতন ও উন্নয়নের নামে ভূমি বেদখল বন্ধসহ পুনরায় গ্রেফতারকৃত রুপায়ন চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন