রাঙ্গুনিয়ার রইস্যাবিলি থেকে সেনাবাহিনী কর্তৃক তিন তঞ্চঙ্গ্যা গ্রামবাসীকে আটক

নিজস্ব প্রতিনিধি ।। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের রইস্যাবিলি গ্রাম থেকে রাঙামাটির ঘাগড়া জোনের একদল সেনা সদস্য কর্তৃক নিরীহ তিন তঞ্চঙ্গ্যা গ্রামবাসীকে আটকের খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) রাতে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
আটককৃতরা হলেন রইস্যাবিলি গ্রামের রাজ্যমুনি তঞ্চঙ্গ্যা (৫৬), পিতা- মৃত. রাজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা ও শুপঙ্কর তঞ্চঙ্গ্যা (২১), পিতা- গিজ্যা তঞ্চঙ্গ্যা এবং কাউখালীর মিতিঙ্গাছড়ি গ্রামের সোহেল তঞ্চঙ্গ্যা (২০), পিতা- চন্দ্র কুমার তঞ্চঙ্গ্যা।
আটককৃতদের মধ্যে রাজ্যমুনি তনচঙ্গ্যা এলাকার একজন বিশিষ্ট মুরুব্বী ও ব্যবসায়ী। তিনি গতবার অনুষ্ঠিত ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ছিলেন। রইস্যাবিলি এলাকায় তার একটি মুদির দোকান আছে। সেই দোকান থেকেই সেনারা তাদের আটক করে।
আটক অপর দুজন পেশায় কৃষক। ক্ষেত খামারে কাজ করেই তারা জীবিকা নির্বাহ করেন। তারা রাজ্যমুনি তঞ্চঙ্গ্যার দোকানে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে সেনাদের হাতে আটক হন।
জানা গেছে, সেনারা ঘাগড়া জোন থেকে মোটর সাইকেল ২টি, সিএনজি ২টি, মাইক্রোবাস ১টি ও পিকআপ ৩টি যোগে রাজ্যমুনির দোকানে হানা দিয়ে তাদের আটক করে। এসময় সেনাদের সাথে ঘাগড়া এলাকার চিহ্নিত সেনা স্পাই বাবলু মার্মা ও মিল্টন তঞ্চঙ্গ্যা ছিল বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তাদেরকে অস্ত্র গুঁজে দিয়ে ‘অস্ত্র ও চাঁদাবাজি’র মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন