রাজস্থলীতে এক নিরীহ গ্রামবাসীকে আটকের অভিযোগ

রাজস্থলী, রাঙামাটি ।। রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লংগদু পাড়া এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক মিথোয়াই মারমা (৩৮) নামে এক নিরীহ গ্রামবাসীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
গত ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হলেও এখনো ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।
আটক মিথোয়াই মারমা গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়ার মৃত মংশে অং মারমার ছেলে। তিনি স্থানীয় একজন মুদি দোকানদার।
জানা যায়, ঐদিন (৫ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় রাজস্থলী সাব জোনের কমাণ্ডার মেজর মো. হাসান চৌধুরী ও ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ২৭ জনের একটি সেনাদল তিনটি গাড়ি যোগে গাইন্দ্যার লংগদু পাড়ায় যায়। এসময় সেনা সদস্যরা গ্রামের লোকজনকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ও ‘গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী আসে কিনা, তারা কোনদিকে গেছে, তাদেরকে চাঁদা দিতে হয় কিনা’ ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করে হয়রানি করে।
এক পর্যায়ে সেনা সদস্যরা মিথোয়াই মারমাকে তার দোকান থেকে আটক করে রাজস্থলী সেনা ক্যাম্পে নিয়ে যায়।
মিথোয়াই মারমাকে আটকের কারণ জানা যায়নি। এ বিষয়ে গ্রামবাসীরাও কোন কিছুই জানাতে পারেননি।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে মুক্তি দেয়ার খবর পাওয়া যায়নি।
(তথ্য সূত্র: হিল ভয়েস)
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন