রাজস্থলীতে এক ব্যক্তিকে আটক

রাঙামাটি ।। রাঙামাটির রাজস্থলীতে উথোয়াইচিং মারমা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত সোমবার (৩ মে ২০২১) রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর বাঙ্গালহালিয়া সাব-জোনের সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে আটক করে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক উথোয়াইচিং মারমা রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লংগদু পাড়ার প্রুসাথোয়াই মারমার ছেলে। তিনি একজন ভাড়ায় মোটর সাইকেল চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, আটকের পর তাকে ক্যাম্পে নেওয়া হয়। এরপর তার কাছ থেকে একটি ‘দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ’ উদ্ধার দেখিয়ে তাকে ‘জেএসএস’র সদস্য ও চাঁদা আদায়কারী’ উল্লেখ করে গতকাল মঙ্গলবার বিকালে রাজস্থলী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান জানান, আটক ব্যক্তিকে মঙ্গলবার (৪ মে) বিকাল ৪টায় থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।