রাজস্থলীতে ‘মগ পার্টি’র সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ

রাঙামাটি ।। রাঙামাটির রাজস্থলী উপজেলা সদর বাজার থেকে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট কথিত ‘মগ পার্টি’র সন্ত্রাসী কর্তৃক বানু মারমা সুমি (২৯) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (১১ আগস্ট ২০২১) বিকালে এ অপহরণ ঘটনা ঘটে বলে জানা যায়।
অপহৃত ব্যক্তির নাম বানু মারমা সুমি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার সুইমংচিং মারমার ছেলে। তিনি একজন কাঠ ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা যায়, বুধবার রাজস্থলী বাজারের হাটের দিন হওয়ায় বানু মারমা রাজস্থলী বাজারে যান। বিকাল আনুমানিক ৩ টার দিকে সবুজ মারমা ও মংক্যচিং মারমার নেতৃত্বে মগ পার্টির একদল সন্ত্রাসী বাজার এলাকা থেকে বানু মারমাকে অপহরণ করে গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়া এলাকার দিকে নিয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।