রাজস্থলীতে সেনাবাহিনী ও মগপার্টি কর্তৃক দুই চেয়ারম্যান প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

রাঙামাটি ।। রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে সেনাবাহিনী ও মগপার্টি মিলে নিজ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৪ অক্টোবর ২০২১) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- গাইন্দ্যা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কালামং মারমা (৪০) ও ঘিলাছড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (৩৮), পিতা-মৃত রূপময় তঞ্চঙ্গ্যা।
জানা যায়, রবিবার দিবাগত রাত ১২টার সময় রাজস্থলী ক্যাম্পের একদল সেনা সদস্য কয়েকজন মগপার্টির সদস্যকে সাথে নিয়ে উপজেলার তানজাং পাড়ার নিজ বাড়ি থেকে আসন্ন ইউপি নির্বাচনে গাইন্দ্যা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কালামং মারমাকে (৪০) তুলে নিয়ে যায়। তাকে রাজস্থলী সেনা ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপরদিকে রাত ২টার দিকে একই ক্যাম্পের সেনা সদস্যরা ৪ জন মগপার্টির সদস্যকে সাথে নিয়ে উপজেলা বাজার পাড়ায় গিয়ে ঘিলাছড়ি ইউনয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও পাহাড় কার্বারী উজ্জ্বল তঞ্চঙ্গ্যার বাড়ি ঘেরাও করে। পরে তারা বাড়িতে প্রবেশ করে উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে বেঁধে নিয়ে যায়।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল অনুসারে গতকাল থেকে রাজস্থলী উপজেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে। ভুক্তভোগী উক্ত দুই চেয়ারম্যান প্রার্থীও স্ব স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মূলত আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করে দেয়ার জন্যই দুই চেয়ারম্যান প্রার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
এদিকে, মগপার্টির সন্ত্রাসীরা প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীকে দুই লক্ষ টাকা, ওয়ার্ডের পুরুষ মেম্বার প্রার্থীকে এক লক্ষ টাকা এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীকে ৫০ হাজার টাকা চাঁদা ধার্য্য করে দিয়েছে অভিযোগ পাওয়া গেছে। (খবরের উৎস: হিল ভয়েস)
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন