রামগড়ের ব্রতপাড়ায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের সশস্ত্র তৎপরতা: আতঙ্কে স্থানীয়রা

রামগড় প্রতিনিধি, সিএইচটি, নিউজ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার ব্রতপাড়া এলাকায় সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে ‘মোত্তালেব’ বাহিনীর সন্ত্রাসীদের সশস্ত্র তৎপরতায় স্থানীয়রা আতঙ্কে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে ইউপিডিএফের স্থানীয় দুই সংগঠক সুবাস ত্রিপুরা ও অর্জুন ত্রিপুরা ব্রতপাড়া এলাকায় সাংগঠনিক কাজে যান।
দুপুর আনুমানিক ১২টার দিকে ‘মোত্তালেব’ বাহিনীর সন্ত্রাসীরা প্রায় ১০ জনের একটি দল সিএনজি গাড়িযোগে ব্রতপাড়া এলাকায় প্রবেশ করে। এ সময় সন্ত্রাসী ডিমান ত্রিপুরা স্থানীয় যুবক স্বপন ত্রিপুরাকে (২০) মাথায় অস্ত্র ঠেকিয়ে সুবাস এিপুরা ও অর্জুন ত্রিপুরার অবস্থান জানতে চায় এবং মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করার চেষ্টা করে।
তবে স্বপন ত্রিপুরা তাকে জানায়, সুবাস ও অর্জুন ত্রিপুরার সাথে তার কোন যোগাযোগ নেই এবং তারা কোথায় আছে তা জানেন না।
স্বপন ত্রিপুরা জানান, সন্ত্রাসীদের মধ্যে ডিমান ত্রিপুরা ছাড়াও সুলেন চাকমা ও মঞ্জুর নামে এক বাঙালিকে তিনি চিনতে পেরেছেন, আর বাকীদের চিনতে পারেননি।
উক্ত ঘটনায় ব্রতপাড়া এলাকায় জনগণের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় জনগণ এ ধরনের সন্ত্রাসী কর্মেকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
