রামগড়ে ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে ফেস্টুন, তোরণ, চিকা

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন স্থানে ফেস্টুন টাঙানো, তোরণ নির্মাণ ও চিকামারাসহ প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) রামগড় উপজেলার প্রধান সড়ক, বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন টাঙানো হয়েছে। দুয়েকটি স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। রাস্তায় লেখা হয়েছে শ্লোগান। এতে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। 



যেসব এলাকায় ফেস্টুন টাঙানো হয়েছে তার মধ্যে রয়েছে, তৈচাকমা দোকান, বড় বেলছড়ি, সালদা পাড়া, গরুকাটা মুখ, প্রেমতলা, যৌথ খামার, গৈয়া, রাবার বাগান, সদুর খীল, মরা কইল্যা, বন বিহার ও সীমান্ত সড়ক এলাকা।

জানা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা এই প্রচারকাজে অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন বয়সের মানুষ এতে অংশগ্রহণ করায় এলাকায় সম্প্রীতি ও ঐক্যের চিত্র ফুটে উঠেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর এমন সমন্বিত ও সুপরিকল্পিত আয়োজন এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।









This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More