রামগড়ে একটি গ্রামের রাস্তা পরিষ্কার করে দিয়েছে যুব ফোরামের কর্মীরা

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রত্যন্ত এলাকার একটি গ্রামে লোকজনের চলাচলের রাস্তা পরিষ্কার করে দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রামগড় উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে গ্রামবাসীদের চলাচলের রাস্তাটি ঝোপ-ঝাড় কেটে পরিষ্কার করে দেন। এতে সংগঠনের নেতা-কর্মীসহ ২৩ জন অংশগ্রহণ করেন।

গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন, ‘আমরা এখানে বহু বছর ধরে বসবাস করছি। এ বছর নিজেদের কাজের চাপে আমরা কেউই রাস্তা পরিষ্কার করার জন্য একত্রিত হতে পারিনি। তাই রাস্তাটি পরিষ্কার করে দেয়ায় আমরা অত্যন্ত খুশি হয়েছি।’
তিনি ভবিষ্যতে এভাবে সামাজিক কল্যাণমূলক কাজে যুব সমাজকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানান এবং গণাতন্ত্রিক যুব ফোরামকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ দেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।