রামগড়ে এক পাহাড়ির বাড়িতে সেটলারদের হামলা-অগ্নিসংযোগ, গৃহবধুকে ধর্ষণের চেষ্টা!

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

খাগড়াছড়ির রামগড়ে একদল সেটলার বাঙালি এক পাহাড়ির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ ও গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) দিবাগত গভীর রাত ১:০০টার সময় রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাঙ্গেল পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

যার বাড়িতে হামলার ঘটনা ঘটে তার নাম ললিত কুমার চাকমা (৬৫), পিতা-মৃত কালা চাকমা।

খাগড়াবিল থেকে মো. কালাম সওদাগর (৪৫) পিতা- অজ্ঞাত ও শাহাদাৎ হোসেন(৩৫), পিতা-ওমর গণি এর নেতৃত্বে ১৩/১৪ জনের একদল সেটেলার এ হামলা চালায় বলে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ললিত কুমার চাকমা ঘটনার বিবরণ দিয়ে সিএইচটি নিউজের এ প্রতিবেদককে জানান, সেটলাররা প্রথমে তার বাড়িটি চারিদিকে ঘেরাও করে। তারপর তারা বাড়ির ভিতর থেকে তাদেরকে বের হওয়ার জন্য হুমকি-ধমকি দিতে থাকে। কিন্তু ভয়ে তারা বাড়ি থেকে বের না হলে এক পর্যায়ে সেটলাররা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এমতাবস্থায় ভুক্তভোগী ললিত কুমার চাকমা বাড়ির ভিতর থেকে চিৎকার করে আশেপাশে লোকজনকে ডাকতে থাকেন। তার চিৎকার শুনে পরে আশেপাশে লোকজনও চিৎকার দিয়ে উঠলে এতে সাহস পেয়ে ললিত কুমার চাকমা ও তার স্ত্রী আগুন নেভাতে বাড়ির ভেতর থেকে বাইরে বের হয়ে আসলে তৎক্ষণাত হামলাকারী সেটলারদের মধ্য থেকে একজন ললিত কুমারের স্ত্রীকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তবে ধস্তাধস্তি করে তিনি রক্ষা পান। পরে তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে বাড়ির আংশিক ক্ষতি হয় বলে ললিত কুমার চাকমা জানান।

এ সময় চতুর্দিক থেকে প্রতিবেশি লোকজন চিৎকার দিয়ে এগিয়ে আসতে থাকলে হামলাকারী সেটলাররা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা একটি সুতা কাটার সিজার (কেসি) রেখে যায়।

এরপর গ্রামের লোকজন পূনরায় হামলা ঠেকাতে রাতভর সেখানে অবস্থান নিয়ে থাকেন।

পার্শ্ববর্তী গ্রামের লোকজন জানিয়েছেন তারা ৬টি মোটর সাইকেলে করে সেটলারদের পালিয়ে যেতে দেখেছেন।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, হামলার আগে গত ১০ ফেব্রুয়ারি মো. কালাম সওদাগর তার একটি পাম্প মেশিন চুরি হয় বলে মিথ্যা অভিযোগ করে তা পাহাড়িদের উপর চাপিয়ে দেয়। এর পরদিন (১১ ফেব্রুয়ারি) খাগড়াবিল হাতির খেদা বিজিবি ক্যাম্প থেকে একদল বিজিবি সদস্য ঘটনাটি তদন্ত করে। কিন্তু ঐদিন মো. কালামের নেতৃত্বে ৫/৬ জনের একদল সেটলার পাহাড়িদের হুমকি-ধমকি দিয়ে চলে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এদিকে, ললিত কুমার চাকমার বাড়িতে হামলার ঘটনার পর আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার সময় বিজিবির একদল সদস্য ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারা ভুক্তভোগীদের কাছ থেকে ঘটনার বিষয়ে জেনে নেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়ে দুপুর ১২টার দিকে সেখান থেকে চলে যান।

এরপর বিকালে ভুক্তভোগীদের বিজিবি ক্যাম্পে ডাকা হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More