রামগড়ে এক পাহাড়ির বাড়িতে বিজিবির তল্লাশি, পরিবারে আতঙ্ক

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার গরুকাটা নামক গ্রামে বিজিবি সদস্যরা এক পাহাড়ির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে খাগড়বিল বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১৪ জনের একদল বিজিবি সদস্য ট্রাকে করে রামগড় উপজেলার গরুকাটা গ্রামে হানা দেয়। এ সময় তারা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র ত্রিপুরা (৪৭), পিতা- বিসিয়া ত্রিপুরার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়।
তল্লাশির সময় রাজেন্দ্র ত্রিপুরা বাড়িতে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে বিজিবি সদস্যরা তার স্ত্রীর কাছ থেকে “রাজেন্দ্র ইউপিডিএফের সঙ্গে যুক্ত কিনা, কোথায় গেছেন, কখন বাড়িতে ফিরবেন” ইত্যাদি জিজ্ঞাসা করেন।
রাজেন্দ্র ত্রিপুরা এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, ‘বিনা কারণে আমার বাড়ি ঘেরাও করে তল্লাশি ও আমার স্ত্রীকে নানা প্রশ্ন করে হয়রানি হয়েছে। এতে আমরা ভয় ও আতঙ্কে আছি।’
অন্যদিকে, একই সময় বিজিবি সদস্যদের সঙ্গে আসা নয় জন সেটেলার বাঙালি তিনটি মোটর সাইকেলযোগে গরুকাটা পাড়ার পার্শ্ববর্তী চা-বাগান এলাকায় প্রবেশ করে।
তারা সেখানে পাহাড়িদের কয়েকটি বাড়িতে গিয়ে হয়রানিমূলকভাবে জায়গার কাগজপত্র খোঁজ করে এবং “এই জায়গা কার, কে দিয়েছে, ইউপিডিএফ কি জায়গা দিয়েছে কিনা” ইত্যাদি জিজ্ঞাসা করে।
স্থানীয়রা জানিয়েছেন, সেটলার বাঙালিরা চলে যাওয়ার সময় “তারা সন্ধ্যার সময় আবার আসবে”- এমন কথা বলে গেছে।
পরে দুপুর ১:০০টার দিকে বিজিবি সদস্য ও সেটেলার বাঙালিরা এলাকা ত্যাগ করে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেখানে উপস্থিত কয়েকজন পাহাড়ি বাসিন্দা জানান, সেটলাররা হুমকি দিয়ে আরও বলে গেছে, ‘এই পুনর্বাসিত জায়গায় পাহাড়িরা থাকতে পারবে না, সবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে।”
এ ঘটনায় ওই এলাকায় পাহাড়িদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা সেটলার বাঙালিরা যে কোন সময় পাহাড়িদের ওপর আক্রমণ চালাতে পারে। তাই তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
