রামগড়ে চাইথোয়াই মারমাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রামগড় প্রতিনিধি ।। রামগড়ে চাইথোয়াই মারমাকে হত্যার প্রতিবাদে আজ বুধবার (৬ অক্টোবর ২০২১) এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সজল মারমা ও নয়ন চাকমা।
বক্তারা বলেন, পাহাড়িদের আজ কোথাও নিরাপত্তা নেই। পাহাড়িরা একদিকে সেটলার বাঙালি কর্তৃক খুন, ভূমি বেদখল ও উচ্ছেদের শিকার হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনীও পাহাড়িদের উপর নানা নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।
তারা বলেন, খুনি আরফিন শরীফ পাটোয়ারি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড করলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। যার ফলে সে বেপরোয়া হয়ে চাইথোয়াই মারমাকে পুড়িয়ে মারতেও দ্বিধা করেনি।

বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে চাইথোয়াই মারমার খুনি আরফিন শরীফ পাটোয়ারির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) সাড়ে ৬টার সময় রামগড় উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় নিজের বাড়ির পার্শ্ববর্তী স্থানে আরফিন শরীফ পাটোয়ারি (২২), পিতা- আবু আহম্মেদ নামের এক সেটলার চাইথোয়াই মারমাকে অতর্কিতে মাথার পিছনে ইট দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে পড়ে গেলে খুনি আবারো ইট দিয়ে উপর্যুপুরি তার মাথায় আঘাত করে মাথা থেতলে দেয় এবং পরে পেট্রোল ঢেলে দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার আর্তচিৎকার শুনে আশে-পাশের লোকজন এগিয়ে এসে চাইথোয়াই মারমাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮০% পুড়ে যায় বলে চিকিৎসরা জানান।
পরে রাতে খুনি আরফিন শরীফ পাটোয়ারিকে পুলিশ আটক করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন