রামগড়ে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক একজনকে অপহরণ, আরেকজনকে লক্ষ্য করে গুলি

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির রামগড়ে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে ‘মোত্তালেব বাহিনীর’ সন্ত্রাসীরা একজনকে অপহরণ ও আরেকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান।
আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) পৃথকভাবে এ দু’টি ঘটনা ঘটে।
অপহরণের শিকার ব্যক্তির নাম শুভ চাকমা (৩৬), পিতা- তান্নেরাম চাকমা, গ্রাম- হাতিকুম্ভা পাড়া, রামগড়, খাগড়াছড়ি।
জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঠ্যাঙাড়ে মোত্তালেব বাহিনীর ৬ জনের একটি সশস্ত্র দল তিনটি মোটর সাইকেলে করে গিয়ে রামগড়ের নতুন বাজার এলাকা থেকে উক্ত ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। তাকে মানিকছড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি ঘটার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
এলাকার এক মুরব্বি বলেন, আমরা জানি না কেন তাকে ধরে নিয়ে গেছে। হঠাৎ এ ঘটনার পর জনগণ উদ্বেগের মধ্যে রয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সন্ত্রাসীরা আগামীকাল (২১ অক্টোবর) হাতিকুম্ভা পাড়ার মুরব্বিদেরকে ডেকেছে। তবে কোথায় ডেকেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, দুপুর আনুমানিক ২টার দিকে সন্ত্রাসীরা ইউপিডিএফের রামগড় এলাকার সংগঠক সুবর্ণ মার্মাকে (৪৫) লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্যষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এ সময় তিনি সাংগঠনিক কাজ শেষে নিজ জায়গায় ফিরছিলেন বলে জানা গেছে।
সুবর্ণ মার্মা ঘটনার বিবরণ দিয়ে জানান, “সাংগঠনিক কাজ শেষে আমি মোটর সাইকেলে করে নিজ জায়গায় ফিরছিলাম। সন্ত্রাসীরা প্রথমে আমাকে বহনকারী মোটর সাইকেল আটকানোর চেষ্টা করে। এতে আমি মোটর সাইকেল চালককে জোরে চালিয়ে নিতে বলি। আমরা সেখান থেকে সরে যেতে থাকলে সন্ত্রাসী ধীমান ত্রিপুরাসহ ৬ জন সিএনজি থেকে নেমে পিছন থেকে আমাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায়। এ অবস্থায় আমি পিছনে না তাকিয়ে গাড়ি দ্রুত চালিয়ে সেখানে থেকে অক্ষত অবস্থায় সরে যেতে সক্ষম হই।”
পরে রাস্তায় কয়েকজন মুখোশধারী সন্ত্রাসীকে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় ঘুরতে দেখা গেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উল্লেখ্য, এই ঠ্যাঙাড়ে ‘মোত্তালেব বাহিনীর’ সন্ত্রাসীরা গত ১ সেপ্টেম্বর রামগড়ের নাকাপা বাজার থেকে বাসনা মোহন চাকমা নামে একজনকে প্রকাশ্যে দিবালোকে অস্ত্রের মুখে অপহরণ করেছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।