রামগড়ে পাহাড়ি গ্রামে বিজিবির টহল

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাহাড়ি গ্রাম তৈচাকমা ও ছোট বেলছড়ি পাড়ায় একদল বিজিবি টহল দিয়েছে বলে খবর পাওয়া গেছে। কয়েকদিন আগেও বিজিবি সদস্যরা উক্ত দুই গ্রামে গিয়ে “পাহাড়িরা কোথায় ঘরবাড়ি তুলছে” সহ নানা প্রশ্ন করলে পাহাড়িদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।
জানা যায়, আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টার সময় তৈচালা বিজিবি ক্যাম্প থেকে ২০ জনের একদল বিজিবি সদস্য তৈচাকমা ও ছোট বেলছড়ি গ্রামে টহল দেয়। তবে তারা কারোর কাছ থেকে কোন কিছু জিজ্ঞাসা না করলেও বার বার বিজিবি সদস্যদের টহল গ্রামবাসীদের মধ্যে চাপা আতঙ্ক দেখা দিয়েছে।
এছাড়া, উক্ত বিজিবি সদস্যরা হাচুক পাড়ার পার্শ্ববর্তী গুলু কোম্পানির আমবাগান এলাকায়ও কিছুক্ষণ অবস্থান করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
টহল শেষে দুপুর ১:০০টার সময় বিজিবি সদস্যরা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
