রামগড়ে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে মাটিরাঙ্গায় পিসিপির বিক্ষোভ

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৪ আগস্ট ২০২৪
রামগড়ের পাতাছড়া ইউনিয়নে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়ি নারীকে ধর্ষণ ও রাঙামাটিতে এক শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা-গুইমারা উপজেলা শাখা।
আজ শনিবার (২৪ আগস্ট ২০২৪) বিকাল ৪ টায় মাটিরাঙ্গা উপজেলার অভ্যা এলাকায় সীমান্ত সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে নিকোল চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি ত্রিপুরা ও আথোয়াই মারমা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রামগড়ে ধর্ষণ ঘটনায় থানায় মামলা হওয়ার পরও এখনো ধর্ষকদের গ্রেফতার করা হয়নি।
তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর ওপর সহিংসতা বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।