রামগড়ে পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রামবাসীদের মারধর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেছে বাঙালিরা
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৫ নভেম্বর ২০২৩

খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তু পাড়ায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার (৪ নভেম্বর ২০২৩) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তি একজন হিন্দু। তার নাম ’রূপন’ বলে জানা গেছে। তার বাড়ি রামগড় সদর উপজেলার জগন্নাথ পাড়ায়। সে ওই এলাকায় উপজেলা প্রশাসনের ‘পাহাড়ি গুচ্ছগ্রাম’ প্রকল্পে ঘর নির্মাণ কাজের একজন শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ‘রূপন’ অন্তু পাড়া এলাকায় এলাকায় রামগড় উপজেলা প্রশাসনের ‘পাহাড়ি গুচ্ছগ্রাম’ প্রকল্পে ঘর নির্মাণ কাজে ‘বাবুল মিস্ত্রি’র তত্ত্বাবধানে শ্রমিক হিসেবে কাজ করে। নির্মাণাধীন গুচ্ছগ্রামের পার্শ্ববর্তী রইহ্লা মারমা নামের এক ব্যক্তির বাড়িতে থেকে তারা ঘর নির্মাণের কাজ করছিল।
গতকাল দিবাগত মধ্যরাত ১টার সময় অভিযুক্ত ‘রূপন’ তাদের অবস্থান থেকে আনুমানিক ৩০০ গজ দূরের আরেকটি বাড়িতে চুপিসারে প্রবেশ করে ভুক্তভোগী ছাত্রী যে রুমে ঘুমাচ্ছে সে রুমে ঢুকে পড়ে। এ সময় বাড়িতে ওই ছাত্রীর বড় ভাই-ভাবীও তাদের রুমে ঘুমিয়ে ছিলেন। অভিয়ুক্ত ‘রূপন’ ছাত্রীর রুমে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই ছাত্রী বুঝতে পেরে চিৎকার দিয়ে তার ভাবীকে ডাকে এবং তার ডাকের শব্দ শুনে দাদা ও ভাবী ঘুম থেকে উঠে সেখানে গিয়ে রূপনকে হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় মেম্বার অমিত মারমাসহ পাড়াবাসীদের ঘটনাটি জানিয়ে ধর্ষণ চেষ্টাকারীকে রাতভর আটক করে রাখে।
এদিকে, মেম্বার অমিত মারমা ঘটনাটি সমাধানের লক্ষ্যে অভিয়ুক্ত ব্যক্তির পাড়ার মুরুব্বীসহ ২নং ওয়ার্ডের বাঙালি মুরুব্বীদের খবর দিলে আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে সংঘবদ্ধভাবে একদল বাঙালি এসে গ্রামবাসীদের কাছ থেকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ‘রূপন’কে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় গ্রামবাসীরা বাধা দিতে গেলে বাঙালিরা তাদের ওপর লাঠিসোটা দিয়ে মারধর করে। এতে মংহ্লাচিং মারমা, চিংথোই মং মারমা ও আইয়ুঁ মারমা নামে তিন জন আহত হয় বলে জানা গেছে।
এ ঘটনার খবর পেয়ে পরে রামগড় থানা থেকে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা ঘটনা সম্পর্কে জেনে নেয় বলে স্থানীয়রা জানান। তবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন