রামগড়ে পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মাটিরাঙ্গায় পিসিপি-যুব ফোরামের বিক্ষোভ
মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

রামগড়ে সেটলার বাঙালি মোটর সাইকেল চালক মো. আলী ও শাহীন আলম কর্তৃক গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙ্গা-গুইমারা উপজেলা শাখা।
আজ শুক্রবার (২৪ মার্চ ২০২৩) সকাল ১১টার সময় মিছির পরবর্তী সমাবেশে পিসিপি’র গুইমারা উপজেলা শাখা সাধারন সম্পাদক জয়ন্ত ত্রিপুরার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রিকেন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপিডিএফের গুইমারা ইউনিটের সংগঠক নিশান মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শুভ চাকমা, পিসিপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রজেন্টু চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক বাবলু চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক নারী ধর্ষণ, নির্যাতনের ঘটনা সংঘটিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রামগড়ের পাতাছড়া এলাকায় দুই সেটলার মোটর সাইকেল চালক মো. শাহীন আলম ও মো. আলী কর্তৃক ৭ম শ্রেণীতে পড়ুয়া পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাও তরাই অংশ। জাতিগত নিপীড়নের রাষ্ট্রীয় পরিকল্পনামাফিক এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন ।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ থেকে শুরু করে এ যাবত যত পাহাড়ি নারীর ওপর সহিংসতার ঘটনা ঘটেছে তার কোনটিরই সুষ্ঠু বিচার হয়নি। এই বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে বার বার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। ফলে পাহাড়ি নারীরা আজ কোথাও নিরাপদে চলাফেরা করতে পারছে না।
বক্তারা নারী নির্যাতনসহ সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র, যুব ও নারী সমাজের প্রতি আহ্বান জানান।
বক্তারা ৭ম শ্রেণীর পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত মো. শাহীন আলম ও মো. আলীর দৃষ্টান্তমূরক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন