রামগড়ে বাঙালি বাগান মালিক কর্তৃক এক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

প্রতীকী ছবি
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়া নামক স্থানে বাঙালি বাগান মালিক কর্তৃক এক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর ২০২৩) দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ধর্ষণ চেষ্টাকারীর নাম মো. রহমত (৪৫)। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার চিকনছড়া গ্রামে বলে জানা গেছে। পাগলা পাড়ায় তার বাগান-বাগিচা ও খামার বাড়ি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাতাছড়া ইউনিয়নের পশ্চিম পিলাভাঙা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী উক্ত নারী ও তার স্বামী গত ১ সেপ্টেম্বর মো. রহমত-এর বাগানে মাসে ১২ হাজার টাকা বেতনের ভিত্তিতে অগ্রিম ৪ হাজার টাকা নিয়ে কাজে যোগ দেয় এবং তার খামার বাড়িতে থাকতে শুরু করে।
গতকাল বিকাল ৫টার সময় বাগানের মালিক মো. রহমত পাগলা পাড়ায় মো. আল আমিন-এর চা দোকানে ভুক্তভোগী নারীর স্বামীকে চা খাওয়ায়। এর আধা ঘন্টার মধ্যে ভূক্তভোগীর স্বামী বাগানের খামার বাড়িতে যাওয়ার পর অচেতন হয়ে পড়ে। স্বামীর এমন অবস্থা দেখে ওই নারী মোবাইলে ফোন করে তার আত্মীয়-স্বজনকে বিষয়টি জানায়। পরে রাত ১২টার সময় মো. রহমত তার বাগানের খামার বাড়িতে গিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। তবে কোন রকমে ওই নারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
উক্ত ঘটনায় রামগড় থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন