রামগড়ে বিজিবির অস্থায়ী ক্যাম্পে নাঙ্গেল পাড়ার এক মুরব্বিকে ডেকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার নাঙ্গেল পাড়ার এক মুরুব্বিকে বিজিবির অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৩টার সময় বিজিবির পক্ষ থেকে ওই মুরুব্বীকে [নাম প্রকাশ করা হলো না] ফোন করে মোতালেবের বাগান নামক স্থানে অস্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা করতে বলা হয়।
নির্দেশনা অনুযায়ী তিনি সেখানে গেলে বিজিবি সদস্যদের উপস্থিতিতে লুঙ্গি পরিহিত সাদা পোশাকধারী ৩–৪ জন ব্যক্তি তাকে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মুরব্বি জানান, সাদা পোশাকধারী ব্যক্তিরা কে বা কারা তাদের তিনি চিনতে পারেননি।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের সময় সাদা পোশাকধারী ব্যক্তিরা ও বিজিবি সদস্যরা কঠোর ভঙ্গিতে তার কাছ থেকে জানতে চান যে “রাতে সন্ত্রাসীরা কোথা থেকে ফায়ার করে? কেন এলাকায় আতঙ্ক তৈরি হয়?”
জবাবে তিনি বলেন, “ফায়ারের শব্দ তো মো. মোতালেবের বাগানের দিক থেকে আসে, গত রাতে সবাই শুনেছে।”
এসময় তারা তাকে ধমক দিয়ে বলেন, গতকাল ঢাকা থেকে ফোন করে ‘ব্ল্যাংক ফায়ারের বিষয়ে’ আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এ সময় তারা সিএইচটি নিউজে প্রকাশিত সংবাদকে মিথ্যা বলেও দাবি করেন।
তবে ওই মুরুব্বী তার বক্তব্যে অটল থেকে পুনরায় বলেন, “এলাকার সবাই মো. মোতালেবের বাগানের দিক থেকেই গুলির শব্দ শুনেছে।”
পরে সাদা পোশাকধারী ব্যক্তিরা ও উপস্থিত বিজিবি সদস্যরা তাকে সতর্ক করেন এবং বলেন, “সন্ত্রাসী দেখলে দ্রুত খবর দিতে হবে।”
উক্ত স্থানে (মোতালেবের বাগান) বিজিবি সদস্যরা এখনো অবস্থান করছে বলে জানা গেছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, বিজিবি সদস্যরা নিজেরা ‘ব্ল্যাংক ফায়ার’ করে কথিত ‘সন্ত্রাসী’ খোঁজার নামে সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালাতে পারে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
