রামগড়ে বিজিবি কর্তৃক এক ব্যক্তিকে আটকের অভিযোগ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির রামগড় বাজার থেকে বিজিবি কর্তৃক হেমন্ত ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) দুপুর সাড়ে ১২টার সময় এ আটকের ঘটনা ঘটে।
আটক ব্যক্তির বাড়ি হাচৌক পাড়া গ্রামে। তিনি ওই পাড়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলে জানা গেছে।
জানা যায়, হেমন্ত ত্রিপুরা আজ সকালে বাগানের কলা বিক্রি করতে রামগড় বাজারে যান। কলা বিক্রির পর তিনি সওদা করার সময় ৪৩ বিজিবি জোনের একদল সদস্য এসে তাকে কথা আছে বলে ডেকে নেয়। এরপর তাকে আটক করে বিজিবি জোনে নিয়ে যাওয়া হয়।
কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
বিকাল ৩টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।