রামগড়ে রাতের আঁধারে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তির বাড়ি তল্লাশি
সিএইচটিনিউজ.কম
রামগড়(খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের পিলাভাঙা গ্রামে গতকাল ১৬ জুন সোমবার রাতে প্রতাপ সিং চাকমা(৫০) পিতা-উপেন্দ্র চাকমা নামে এক ব্যক্তির বাড়ি তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গুইমারা ব্রিগেড থেকে একদল সেনা সদস্য প্রতাপ সিং চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। সেনা সদস্যরা তাঁর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে ব্যাপক তল্লাশি চালায় এবং পরিবারের লোকজনের কাছ থেকে তাকে খোঁজ করে। তবে অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায়। কি করণে সেনারা রাতের আঁধারে এ তল্লাশি চালিয়েছে তা জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিকালে রামগড়, মাটিরাঙ্গা এলাকায় সেনা নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। রাতে-বিরাতে বাড়ি তল্লাশি, ধরপাকড়, মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।