রামগড়ে রাতের আঁধারে সেনা অভিযান, বাড়ি তল্লাশি

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়ায় মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) মধ্যরাতে সেনাবাহিনীর অভিযান ও বাড়ি তল্লাশির খবর পাওয়া গেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ৮টি গাড়িযোগে সেনা সদস্যরা হাচুক পাড়ায় প্রবেশ করে এবং দীর্ঘ সময় ধরে অভিযান চালায়।
প্রথমে সেনারা হাচুক পাড়ার চিটাগাং বাগান এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১:০০টার দিকে তারা একটি বাড়ি ঘেরাও করে তল্লাশির প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত সেখানে তল্লাশি চালায়নি। পরে সেনারা স্থানীয় বাসিন্দা বাসুফা এিপুরা (৬৪)-এর বাড়িতে গিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির সময় সেনারা বাসুফা ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় তিনি “সুবাস এিপুরা” নামে কাউকে চেনেন কি না। এ সময় সেনারা এিপুরা, চাকমা ও মারমা ভাষায় কথাবার্তা বলেন বলে ভুক্তভোগী লোকজন জানান।
স্থানীয়দের ধারণা মতে, সেনাদের সঙ্গে কয়েকজন মুখোশধারী সশস্ত্র ব্যক্তিও (সুলেন চাকমা, ধীমান ত্রিপুরাসহ আরো দুয়েকজন) অংশ নিয়েছিল।
তবে সেনারা কোন ক্যাম্প থেকে এসেছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।
অভিযানের সময় সেনারা বিভিন্নভাবে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের প্রলোভন দেখিয়ে ইউপিডিএফ সদস্যদের অবস্থান ও গোপন তথ্য জানার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযান শেষে বুধবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে সেনারা দুই দলে বিভক্ত হয়ে এলাকা ত্যাগ করে। একদল চারটি গাড়ি নিয়ে বাটনাতলী, অপর দল চারটি গাড়ি নিয়ে নাকাপা-র দিকে চলে যায় বলে সর্বশেষ তথ্য পাওয়া গেছে।
এ ঘটনার পর হাচুক পাড়া ও আশেপাশের গ্রামগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা রাতভর উদ্বেগের মধ্যে সময় কাটিয়েছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “হঠাৎ গভীর রাতে এত সেনা সদস্য দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।”
এদিকে, সাম্প্রতিক সময়ে রামগড়ের বিভিন্ন এলাকায় রাত-বিরাতে সেনা টহল ও অভিযান বৃদ্ধি পাওয়ায় এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।