রামগড়ে রাতের আঁধারে সেনাদের টহল, জনমনে আতঙ্ক

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল অভিযানে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গতকাল রবিবার (২৬ অক্টোবর) বেলা ২টার সময় বাটনাতলী আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য রামগড়ের খাগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এরপর দিবাগত মধ্যরাত ১:০০টা থেকে ২:০০টার মধ্যে গরুকাটা এলাকায় টহল অভিযান চালায়। প্রায় ঘন্টাখানিক টহল দেয়ার পর সেনারা পূনরায় খাগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরে যায়।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার সময় সেনারা আবার গরুকাটা গ্রামের এলাকায় এসে ড্রোন উড়িয়ে নজরদারি করছে বলে জানা গেছে।

সেনাদের এমন তৎপরতায় এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সেনারা হয়তো যে কোন সময় জনগণের ওপর নিপীড়ন-হয়রানি করতে পারে।

এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, সেনাদের টহল ও তৎপরতার কারণে সাধারণ জনগণের স্বাভাবিক চলাচল ও কাজে ব্যাঘাত ঘটছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More