রামগড়ে রাতের আঁধারে সেনাবাহিনীর ফাঁকা গুলি বর্ষণ, জনমনে আতঙ্ক!

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৫ নভেম্বর ২০২৫

খাগড়াছড়ির রামগড় উপজেলার নাগেল পাড়ার পার্শ্ববর্তী স্থানে অবস্থানরত সেনা সদস্যরা রাতের আঁধারে ফাঁকা গুলি ছুঁড়লে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে প্রায় ৫০–৬০ জন সেনা সদস্য লালছড়ি পাড়ার মো. মোতালেবের ফলের বাগান ও পার্শ্ববর্তী সাহাব উদ্দিনের লিচু বাগানে অবস্থান নেয়।

এরপর রাত ১১টা ৩০মিনিটের সময় সেনারা দুই রাউন্ড এবং মধ্য রাত ১:০০টার দিকে আরও এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

গুলির শব্দে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা নানা শঙ্কায় রাত কাটান।

এদিকে, বিজিবি সদস্যরা স্থানীয়দের কাছ থেকে “কোথা থেকে গুলি হচ্ছে?”- এমন প্রশ্ন করলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর সন্ধ্যা থেকে সেনাবাহিনী ও বিজিবির শতাধিক সদস্য লালছড়ি সীমান্তের নাগেল পাড়ার পার্শ্ববর্তী সাহাব উদ্দীন নামে এক ব্যক্তির লিচু বাগানে অবস্থান নেয়। পরে ৪ নভেম্বর সকাল ৭টার সময় বিজিবি সদস্যরা সেখান থেকে চলে গেলেও সেনারা এখনো সেখানে অবস্থান করছে।

ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে সেখানে বসবাসরত পাহাড়িদের উচ্ছেদের চেষ্টা হচ্ছে কীনা সে বিষয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More