রামগড়ে সমাবেশে যাওয়া এক ব্যক্তিকে অপহরণ করেছে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড়ে সেনা দমন-পীড়নের বিরুদ্ধে আয়োজিত সমাবেশ থেকে ফেরার পথে নাকাবা বাজার থেকে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বেলা পৌনে ১২টার সময় এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তির নাম বাসনা মোহন চাকমা (৪২), পিতা- মৃত বড়পেদা চাকমা, গ্রাম- গুজা পাড়া, ২নং ওয়ার্ড, যোগ্যছোলা ইউনিয়ন, মানিকছড়ি, খাগড়াছড়ি।
জানা যায়, আজ সকালে রামগড়ের যৌথখামার এলাকায় পার্বত্য চট্টগ্রামে সেনা দমন-পীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে সেখান থেকে গাড়িযোগে ফেরার পথে নাকাবা বাজারে ঠ্যাঙাড়েরা মোটর সাইকেলে করে এসে অস্ত্র তাক করে পথরোধ করে। ঠ্যাঙাড়েদের মধ্যে বাঙালি ৫ জন ও চাকমা একজন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে তাদেরকে কেউ চিনতে পারেনি।
পরে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সমাবেশের গাড়ি থেকে নামিয়ে বাসনা মোহন চাকমাকে অপহরণ করে জ্বালিয়া পাড়ার দিকে নিয়ে যায় বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বেলা ১:৪৫টা) তাকে ছেড়ে দেয়া হয়নি এবং কোথায় নিয়ে গেছে তাও জানা যায়নি।
একই সময় ঠ্যাঙাড়েরা গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি ধনু ত্রিপুরার ওপরও হামলার চেষ্টা চালায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।