রামগড়ে সাধারণ গ্রামবাসী ভূবনজয় ত্রিপুরাকে গ্রেফতারের প্রতিবাদে তিন সংগঠনের বিক্ষোভ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
রামগড়ের দাতারাম পাড়ার বাসিন্দা ও স্থানীয় দোকানদার ভূবনজয় ত্রিপুরার বাড়িতে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র রেখে দেয়ার পর তাকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) বিকাল ৩.৩০ টায় রামগড়ের দাতারাম মুখ থেকে ঢাকা – খাগড়াছড়ি সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে যৌথ খামার এলাকায় গিয়ে সড়কের ওপর সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রামগড় উপজেলা সভাপতি গুলোমনি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি লিটন চাকমা ও সাংগঠনিক সম্পাদক নয়ন চাকমা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৈমাং ত্রিপুরা।
বক্তারা বলেন, গতকাল দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর একদল সদস্য ও সাথে লুঙ্গি পরা ৩ জন বাঙালি দাতারাম পাড়ার বাসিন্দা ও স্থানীয় দোকানদার ভূবনজয় ত্রিপুরার বাড়িতে ঢুকে বিছানার খাটের নীচে একটি অস্ত্র রেখে দেয়। পরে সেনাবাহিনী বাড়িতে তল্লাশি চালিয়ে ‘অস্ত্র উদ্ধার’ নাটক সাজিয়ে ভূবন জয় ত্রিপুরাকে গ্রেফতার করে নিয়ে যায়। সারারাত জোনে আটক রাখার পর আজ সকালে তাকে রামগড় থানায় হস্তান্তর করে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অস্ত্র মামলা দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করে আরো বলেন, শুধু ভূবনজয়কে নয়, আজ দুপুরে রামগড় বাজার থেকে হেমন্ত ত্রিপুরা নামে অপর একজনকেও বিজিবি সদস্যরা গ্রেফতার করে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পার্বত্য চট্টগ্রামে এখনো অন্যায় ধরপাকড়, নিপীড়ন-নির্যাতন চলমান রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে চলমান অন্যায় নিপীড়ন বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত ভূবন জয় ত্রিপুরা ও হেমন্ত ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।