রামগড়ে সেনাবাহিনী কর্তৃক গুলি করে এক ইউপিডিএফ সদস্যকে আটক

রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির রামগড় উপজেলার মরাকইল্যা এলাকা থেকে সেনাবাহিনী গুলি করে আহত অবস্থায় মংসানু মারমা (৩৫), পিতা- মংখেঞ মারমা নামে ইউপিডিএফ’র এক সদস্যকে আটকের খবর পাওয়া গেছে।
আজ সোমবার (১১ এপ্রিল ২০২২) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মংসানু মারমা আজ দুপুর সাড়ে ১২টার সময় রামগড় উপজেলার মরাকাইল্যা এলাকায় সাংগঠনিক কাজে যান। তিনি সেখানে একটি দোকানে অবস্থানকালে মানিকছড়ির বাটনাতলী সেনা ক্যাম্প থেকে মোটর সাইকেলযোগে সাদা পোশাক পরিহিত একদল সেনাসদস্য সেখানে এসে প্রথমে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার পায়ে গুলিবিদ্ধ হলে তিনি আর পালিয়ে যেতে পারেননি। পরে সেনা সদস্যরা তাকে আটক করে সেখান থেকে ক্যাম্পে নিয়ে যায় স্থানীয়রা জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন