রামগড়ে সেনাবাহিনী-মুখোশ মিলে ৪ জনকে বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের জড়িচন্দ্র পাড়া থেকে সেনাবাহিনী ও নব্যমুখোশ সন্ত্রাসী মিলে ৪ জনকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) ভোর রাতের সময় (রাত ৩টা) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তিরা হলেন- ১. সুবেল ত্রিপুরা ওরফে সজল (২২), পিতা- সুবি কুমার ত্রিপুরা (সাবেক ইউপিডিএফ সদস) ও ২. রুবেল ত্রিপুরা (২৫), পিতা- সুবি কুমার ত্রিপুরা; ৩. যতীন ত্রিপুরা (২২), পিতা- অমৃত লাল ত্রিপুরা (কার্বারি) ও ৪. মহন ত্রিপুরা (১৭), পিতা- হির কুমার ত্রিপুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতের সময় (রাত ৩টা) সিন্দুকছড়ি সেনা জোন থেকে ১৫ জনের একটি সেনাদল নব্যমুখোশ বাহিনীর ৮ জন সদস্যকে সাথে নিয়ে পাতাছড়া ইউনিয়নের জড়িচন্দ্র পাড়ায় হানা দেয়। এ সময় সেনা-মুখোশরা উক্ত চার ব্যক্তিকে নিজেদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখনো কোন খোঁজ পাওয়া যায়নি বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ফলে এ নিয়ে তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।