রামগড়ে সেনা অভিযানের আপডেট: এলাকায় সেনা টহল জোরদার, জনমনে আতঙ্ক

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির রামগড়ে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টা থেকে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করছে। সেনারা গতকাল রামগড় উপজেলার নতুন বাজার, স্কুল পাড়া ও রামগড় সীমান্তবর্তী মানিকছড়ি উপজেলাধীন যোগ্যছোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালায় এবং সেখানে রাতে অবস্থান করে।
আজ শনিবার সকাল ১১টার দিকে সেনারা রামগড়ের হাড়িছড়া ও বড়টিলা এলাকায় টহল অভিযান চালায়।
এরপর বিকাল আনুমানিক ৫টার দিকে সেনাদের একটি দল রামগড়ের গৈয়াং পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় টহল দেয়।
পরে সেনারা রাবার বাগান হয়ে নতুন বাজার মুসলিম মাদ্রাসা এলাকায় গিয়ে অবস্থান নেয়। স্থানীয়দের মতে, সেখানে আনুমানিক ৬০ জন সেনা সদস্য উপস্থিত রয়েছে এবং তারা সেখানে রাতযাপনের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) কালাপানি আর্মি ক্যাম্প থেকে আরো সেনা সদস্য অভিযানে যোগ দেবে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কালাপানি এলাকার একজন স্থানীয় প্রতিনিধিকে সেনারা ক্যাম্পে ডেকেছে। ফলে তিনি বর্তমানে চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন।
এদিকে, প্রতিনিয়ত সেনা টহল ও অভিযানের কারণে এলাকার সাধারণ জনগণ আতঙ্কের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় একজন প্রবীণ বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় প্রতিদিন সেনা সদস্যরা আসছে, অভিযান চালাচ্ছে। ফলে কখন কার ঘরবাড়ি তল্লাশি চালায় কিংবা কখন কাকে ধরে নিয়ে যায় সে আতঙ্কে আমাদের থাকতে হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।