রামগড়ে সেনা অভিযানের নামে দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানের নামে স্কুলভবন দখল করে ‘অস্থায়ী ক্যাম্প’ বানানো, গ্রামে গ্রামে নির্বিচারে তল্লাশি, নারীদের সাথে অসদাচরণ, লুটপাট, ধরপাকড়, শিক্ষা কার্যক্রম ব্যাহত করা এবং অবর্ণনীয় জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম।

আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় রামগড় উপজেলার খাগড়াছড়ি–ঢাকা সড়কের দাতারাম পাড়া মুখ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নিপীড়ন বিরোধী বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে প্রধান সড়ক প্রদক্ষিণ করে যৌথ খামার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সংম্পাদক সুরেশ ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সভাপতি তৈমাং ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি ধনু ত্রিপুরা।

শান্ত চাকমা বলেন, সেনা অভিযানের নামে গ্রামে গ্রামে বিনা পরোয়ানায় তল্লাশি চালানো হচ্ছে। নিরীহ মানুষকে হয়রানি ও আটক করা হচ্ছে। শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে একটি জাতিকে অশিক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেনারা যদি সত্যিই নিরাপত্তার জন্য কাজ করতো তবে স্কুল ভবন দখল না করে শিক্ষা বিস্তারে সহায়তা করত।


তিনি আরও বলেন, ইউপিডিএফ সবসময় পাহাড়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তারা বারবার সংলাপ ও রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েয়ে আসছে। কিন্তু সেনারা উল্টো ইউপিডিএফসহ সাধারণ জনগণের বিরুদ্ধে দমননীতিকে বেছে নিয়েছে। শান্তি অস্ত্রের মুখে প্রতিষ্ঠিত হয় না, শান্তি প্রতিষ্ঠিত হয় ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করার মাধ্যমে- বলেন তিনি।

তৈমাং ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সেনা অপারেশনের নামে অন্যায় ও নিপীড়ন চালানো হচ্ছে। গ্রামে প্রবেশ করে ঘরবাড়িতে তল্লাশি চালানো, মানুষের কষ্টার্জিত অর্থ ও দলিলপত্র লুট করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার পদদলিত হচ্ছে। আমরা পাহাড়ি জনগণও এই দেশের নাগরিক। সংবিধান আমাদের সমান অধিকার দিয়েছে। তাহলে কেন বারবার সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে?

ইউপিডিএফ জনগণের অধিকার রক্ষার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাহাড়ের ছাত্র, যুব, নারী, কৃষক—সবাইকে সংগঠিত করে ইউপিডিএফ আজ জনগণের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে। তাই জনগণের প্রতি দায়বদ্ধ এই সংগঠনকে দুর্বল করতে সেনারা নানা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেবে—ইউপিডিএফ সবসময় ন্যায়বিচার ও অধিকারের সংগ্রামে অবিচল থেকেছে।


ধনু ত্রিপুরা বলেন, সেনা অভিযানের কারণে গ্রামীণ অর্থনীতি ধ্বংসের মুখে। কৃষকরা ক্ষেতে যেতে পারছে না, দিনমজুর কাজ পাচ্ছে না, বাজারে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে গেছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, কারণ ভবনগুলো দখল করে অস্থায়ীভাবে ক্যাম্প বানানো হয়। মা-বোনেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ অতীতে এই ধরনের অভিযানের সময় নারীদের ওপর নির্যাতন, অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, সেনারা বলে তারা সন্ত্রাসী খুঁজছে। কিন্তু সত্য হলো—ইউপিডিএফ প্রকাশ্যে সভা-সমাবেশ করে, জনগণের সঙ্গে থাকে, জনগণের ন্যায্য দাবি তুলে ধরে। অথচ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারে না সেনারা। কারণ ইউপিডিএফ কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এটি পাহাড়ি জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের সংগঠন। সেনারা প্রকৃত সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে সাধারণ মানুষকেই টার্গেট করছে।


ইউপিডিএফ শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে এবং চালিয়ে যাবে। পাহাড়ি জনগণের প্রথাগত ভূমি অধিকার, সাংবিধানিক অধিকার, সাংস্কৃতিক ও জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইউপিডিএফ সবসময় সোচ্চার রয়েছে এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবে।

যদি সরকারের পক্ষ থেকে দমননীতি চালু থাকে, তবে পাহাড়ের আন্দোলন আরও তীব্র হবে। এর দায়ভার একমাত্র সরকার ও সেনাবাহিনীকেই বহন করতে হবে।


সমাবেশ শেষে উপস্থিত সকলে একযোগে বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ আর দমন-পীড়ন মেনে নেবে না। সেনা অভিযান ও অস্থায়ী ক্যাম্প অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাহাড়িদের অধিকার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হলে দমননীতি নয়, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

এদিকে, সমাবেশে শেষে গাড়িতে করে ফেরার পথে নাকাবা বাজারে সেনা মদদপুষ্ট একদল ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা অস্ত্র তাক করে পথরোধ করে এবং গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি ধনু ত্রিপুরার ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীরা বাসনা মোহন চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More