রামগড়ে সেনা অভিযানে স্থানীয়দের আতঙ্ক

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর টহল অভিযানে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
গতকাল রবিবার (২৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে গুইমারা ব্রিগেড থেকে আসা প্রায় ৫০ জন সেনা সদস্য বড় বেলছড়ি পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। এরপর সন্ধ্যা ৭টার সময় সিন্দুকছড়ি জোন থেকে আরও ৫০ জন সেনা সদস্য তিনটি গাড়িতে করে সেখানে পৌঁছায় এবং তাদের সাথে যোগ দেয়।
সেনাবাহিনীর এই আকস্মিক টহল স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, টহলের সময় সেনা সদস্যরা মোটর সাইকেল চালক ও যাত্রীদের হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করেছে। যদিও স্থানীয়দের কাউকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা হয়নি, তবুও কোনো কারণ ছাড়াই এভাবে টহল দেওয়ায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। বারবার বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থানের কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
জানা গেছে, গতকাল রাত ১১টায় এবং আজ (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে সেনাবাহিনী ড্রোন ক্যামেরা ব্যবহার করে নজরদারি চালিয়েছে। তারা আরও তিনদিন উক্ত বিদ্যালয়ে অবস্থান করবে বলে জানা গেছে।
বর্তমানে বড় বেলছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালদা ও গুজা- এই তিনটি রাস্তার মোড়ে সেনাবাহিনী অবস্থান করছে। এছাড়াও, ছোট বেলছড়ি পাড়া ও তৈচাকমা পাড়ায় ১৪ জন সেনা সদস্য টহল অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট বাটনাতলী ক্যাম্প থেকে প্রায় ৩৫ জন সেনা সদস্য বড় বেলছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করেছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।