রামগড়ে ৩ জনের বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি!

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়া ও নাগেল পাড়ায় সেনাবাহিনী ৩ জনের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে।
জানা যায়, আজ ভোররাত আনুমানিক ৩টার সময় ৪০-৫০ জনের একদল সেনা সদস্য হাচুক পাড়া ও নাগেল পাড়ায় হানা দেয়।
এ সময় সেনারা হাচুক পাড়ার বাসিন্দা অনিল ত্রিপুরা, নন্দ ত্রিপুরা ও সঞ্জিত ত্রিপুরার বাড়িতে ঢুকে হয়রানিমূলক তল্লাশি চালায়। তারা অনিল ত্রিপুরার বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়।
তল্লাশির সময় সেনারা বার বার ‘বাড়িতে অস্ত্র আছে কিনা, ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে..’ ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করে বলে জানা গেছে।
সেনাদের সাথে কিরণ ত্রিপুরা (ধীমান) ও সুলেন চাকমাসহ আরও চারজন ঠ্যাঙাড়ে সদস্য ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তল্লাশি চালিয়ে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা সেখান থেকে চলে যায়।
এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে সেনাবাহিনী ও বিজিবির শতাধিক সদস্য লালছড়ি সীমান্তের নাগেল পাড়ার পাশের একটি স্থানে অবস্থান করছে। এছাড়া গত রাতে আরেকটি সেনা দল সেখানে এসে যুক্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকার তিনটি স্থানে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান করছে।
এদিকে, আজ নাগেল পাড়ার মুরুব্বীদেরকে বিজিবি ডেকেছে বলে একটি সূত্র জানিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
