রামগড়ে অস্ত্রসহ দুই সেটলার সন্ত্রাসী আটক

রামগড় প্রতিনিধি ॥খাগড়াছড়ির রামগড় উপজেলার মাস্টার পাড়ায় অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই সেটলার সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭।
আটক সন্ত্রাসীরা হলেন, রামগড়ের আনন্দপাড়া এলাকার আব্দুর রহিম মিলন(২৭), পিতা- আবু তাহের এবং মাস্টার পাড়া এলাকার আমানুল হক সোহেল, পিতা- মৃত এবায়দুল হক।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) দুপুরে র্যাবের ফেনী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
রামগড় থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে র্যাবের সদস্যরা রামগড়ের মাস্টার পাড়া এলাকা থেকে দুই সন্ত্রাসী আবদুর রহিম মিলন ও আমানুল হক সোহেলকে আটক করে এবং তাদের কাছে থেকে ১টি বিদেশি অস্ত্র ও ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। পরে রাত ৮টায় তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়।
রামগড় থানার ওসি (তদন্ত) রাজীব কর আটকের সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় র্যাব-৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন