রামগড়ে সেটলার হামলার আপডেট খবর-২
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রামগড়ের শনখোলা পাড়ায় দুপুরে ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধের সময় নিহত হওয়া সেটলারের লাশ নিয়ে বাঙালিরা সন্ধ্যায় মিছিল করে। এরপর উত্তেজিত হয়ে তারা রাত ৭:২৫টায় খাগড়াছড়ির মানিকছড়িতে মহামনি টিলায় পাহাড়িদের ১০টি বাড়ি পুড়িয়ে দেয়। তাদের ভয়ে মানিকছড়ি বাজার ও রাজপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে পাহাড়িরা পালিয়ে যায়। এ সময় সেটলাররা পাহাড়িদের বাড়িঘরে ব্যাপক লুটপাট চালায়।
ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে মানিকছড়িতে আরো সেটলার জড়ো করা হয়েছে। পাহাড়িরা আবারো হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন।