রামগড়ে সেটেলার-বিজিবি কর্তৃক ভূমি বেদখল ও সাম্প্রদায়িক হামলার চেষ্টা
রামগড় : খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়া (তৈসাগারা) এলাকায় গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভূমি বেদখল ও সাম্প্রদায়িক হামলার চেষ্টা চালিয়েছে সেটলার ও বিজিবি সদস্যরা।

জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে তৈচালা ক্যাম্প থেকে সুবেদার মোঃ নাজেমুল হাসানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ও মোঃ কাশেম মিয়া এবং মোঃ স্বপন এর নেতৃত্বে কতিপয় সেটেলার যুবক হাচুক পাড়ায় গিয়ে পাহাড়িদের ভোগদখলীয় ভূমি বেদখলের উদ্দেশ্যে কারন কুমার ত্রিপুরা(৩২), সুনিতা ত্রিপুরা(৩০) ও পতেন্দ্র ত্রিপুরা(৩২)- এর বাড়িতে সাম্প্রদায়িক হামলার চেষ্টা চালায়।

পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক জনগণ জড়ো হয়ে প্রতিবাদ জানায় এবং প্রতিরোধও করে। এ সময় এলাকার জনগণ বিজিবি কমাণ্ডারের কাছে ভূমি বেদখল ও হামলার চেষ্টার কারণ জানতে চাইলে তিনি এর কোন সুদুত্তর দিতে পারেননি।

জনগণের ব্যাপক উপস্থিতি দেখে পরে সেটেলার ও বিজিবি’র সদস্য’রা স্থান ত্যাগ করতে বাধ্য হয়।
তবে চলে যাবার সময় এক সেটেলার যুবক এলাকা ছেড়ে অন্যত্র চলে না গেলে পাহাড়িদের উপর পুনরায় হামলা করার হুমকি প্রদান করে।
বিজিবির সহযোগিতায় সেটলারদের এমন হুমকিতে এলাকার পাহাড়িদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার উক্ত এলাকায় বিজিবি’র সহযোগিতায় সেটলাররা পাহাড়িদের উপর হামলার চেষ্টা চালিয়েছিল।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।